এমপিওভুক্তির দাবিতে সড়কে অবস্থান শিক্ষকদের
২১ মার্চ ২০১৯ ১৩:৫১ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৪:০৯
ঢাকা: এমপিওভুক্ত করার দাবিতে সড়ক আটকিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুপাশেই আটকা পড়েছে গাড়ি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। কিন্তু পুলিশ তাদের এগোতে দেয়নি। পরে তারা প্রেসক্লাবের সামনের সড়কে বসে পড়েন।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোন কার্যকরি সিদ্ধান্ত না আশা পর্যন্ত শিক্ষকরা সড়ক থেকে উঠবে না।
উল্লেখ্য, গত বছর ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিবের আশ্বাসে শিক্ষকরা অনশন ভেঙে স্কুলে ফিরে যান। এরপর এক বছরেও দাবি বাস্তবায়ন না হওয়ায় গতকাল থেকে তারা আবারও রাস্তায় নামেন।
সারাবাংলা/এজেডকে/এমএইচ