Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নদীর সুরক্ষা ও নদী-শাসন কার্যক্রমে অনিয়ম সহ্য করা হবে না’


২১ মার্চ ২০১৯ ০১:১৮

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ব্রহ্মপুত্র ও যমুনা নদের ভাঙন কবলিত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বলদমারা, রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গণকবর এলাকা পরিদর্শন করেন। বুধবার (২০ মার্চ) মন্ত্রী জাহিদ ফারুক বড়বেড়, সাহেবের আলগা, মোহনগঞ্জ ও গণকবর এলাকায় আলাদা আলাদা ৪টি পথ সভায়ও অংশ নেন এবং স্থানীয় লোকজনের সাথে মত বিনিময় করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রৌমারী-রাজিবপুর-উলিপুর ও ফুলছড়িসহ সারাদেশের লোকজনকে নদী ভাঙনের অভিশাপ থেকে মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে চলেছি। সেজন্য আমরা নানাবিধ প্রকল্প গ্রহণ করেছি এবং বাস্তবায়ন করে চলেছি।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙন ঠেকাতে এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং সেসব উদ্যোগের মধ্যে কুড়িগ্রামের ভাঙন কবলিত এলাকায় ভাঙন ঠেকাতে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া, গাইবান্ধায় ৩২৮ কোটি টাকার প্রকল্প চলমান।

একেকটি নদীর গতিপথ ও বৈশিষ্টাবলী একেক রকম। তাই এ ধরণের সমস্যা রাতারাতি মোকাবিলা করা যায় না উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা নদীপাড়ের সুরক্ষার পাশাপাশি এখন নদী শাসনের ওপরও গুরুত্বারোপ করছি। তাই দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে টেকসই উপায়ে নদী ও নদীপাড়ের মানুষকে রক্ষায় মনোযোগ দিয়েছি। নদী শাসন ও নদীপাড়ের মানুষকে সুরক্ষা দেয়ার এসব প্রকল্পে কোন অনিয়ম সহ্য করা হবে না।

এ সময় কুডিগ্রামের অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন। আর গাইবান্ধার গণকবর এলাকায় প্রতিমন্ত্রীর সাথে ডেপুটি স্পীকার ফজলে রাব্বিও পরিদর্শনে অংশ নেন। অন্যান্যদের মধ্যে এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেডএফ/এমআরপি/

নদী-শাসন নদীর সুরক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর