পল্টনে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু
২১ মার্চ ২০১৯ ০০:৩৩
রাজধানীর পল্টনে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শাহেদুজ্জামান জানান, পল্টন ব্যাংক এশিয়ার সামনে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পরে খবর পেয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। পল্টন এলাকায় রাস্তায় থাকতেন। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। চালক সহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এমআরপি