Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিগগিরই ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরে চক্রাকার বাস সার্ভিস’


২০ মার্চ ২০১৯ ২০:৫৪

আগামী ২৬ মার্চ থেকে ধানমন্ডি-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর রুটে আধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার (২০ মার্চ) বিকেলে ডিএসসিসির সভাকক্ষে রুট রেশনালাইজেশন প্রকল্পে গঠিত কমিটির চতুর্থ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান মেয়র।

মেয়র সাঈদ খোকন বলেন, চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০ থেকে ২৫টি বাস থাকবে। এতে ৩৬টি স্পট করে দেওয়া হবে। এসব স্পটে বাসগুলো এসে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। কাউন্টারে প্রতি পাঁচ মিনিট পরপর একটি করে বাস আসবে। এসব বাস যাত্রী তোলা শেষে কাউন্টার ত্যাগ করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাসের ভাড়া বিআরটিসির রুল অনুযায়ী নির্ধারিত হবে। সেইসঙ্গে এসব সার্ভিসের পর ওই এলাকায় যেসব ফিটনেসবিহীন এবং মেয়াদোত্তীর্ণ পরিবহন চলাচল করছে সেগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে।

সাঈদ খোকন আরও বলেন, বাস রুট রেশনালাইজেশনের জন্য আমরা আগেও বলেছি যে আমাদের কমপক্ষে দুই বছর সময় লাগবে। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে আমরা দুই তিন মাস ঠিকমতো কাজ করতে পারিনি। তবে আমরা সেই সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।

নতুন বাস আমদানির কারণে পুরান বাসগুলোকে কি করা হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, কমিটির সব সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক আবুল কালাম। তিনি দায়িত্বরত ডিটিসিকে বেশ কিছু সম্ভাবনা যাচাই ও নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এগুলো হলো, রামপুরা সড়কে সুপ্রভাত পরিবহনের পরিবর্তে বিআরটিসির পরিবহন নামানো যায় কিনা, ডিএমপির ট্রাফিক বিভাগের তৈরি করা পুরো শহরে ৬০ ব্লকে আলাদা আলাদা রিকশা নামানো যায় কিনা এবং র‌্যাপিড পাশ সিস্টেম চালুর বিষয়। এছাড়া, চালকদের প্রশিক্ষণের জন্য রাজউক থেকে জমি নিয়ে সেখানে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার তাগিদ দেন তিনি।

এসময় সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএইচ/এনএইচ

চক্রাকার বাস সার্ভিস মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর