Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতলক্ষ্যা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


২২ জানুয়ারি ২০১৮ ২০:২৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ২০:৪৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বড়ালু গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে জানা যায়, ওই শিক্ষার্থীর নাম পারভেজ আহমেদ। তিনি ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সে ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। পারভেজ স্থানীয় একটি মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি করতেন। রবিবার সকালে অফিসের কাজে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি।

নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পরিবার ও পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, নিহতের শরীরের আঘাতের কোনও চিহ্ন না থাকলেও ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/টিএম

উদ্ধার ঢাবি শিক্ষার্থী মরদেহ শীতলক্ষ্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর