২০ মার্চ ২০১৯ ২০:১৭ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ২০:২৬
নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। ১৯ মার্চ, মঙ্গলবার রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুতে নতুন করে রাস্তায় নামে তারা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করে দেখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধে নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপির) শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবিতে প্লাকার্ড হাতে শ্লোগান দেয় শিক্ষার্থীরা।
বসুন্ধরা গেটের সামনে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা
সড়ক অবরোধ করে মিছিলে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল নানা রকম প্লাকার্ড
মুখে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখে রাস্তায় নামে এক শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ে এসে আবরারের মৃত্যুর খবর শুনে কাঁন্নায় ভেঙে পড়ে এক শিক্ষর্থী
এবারও রাস্তায় নেমে গাড়ীর ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করে শিক্ষার্থীরা
অনিয়ম ধরা পড়ায় মার্কার কলম দিয়ে ডিবি পুলিশের গাড়িতে ভুয়া লিখে দেয় শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর
নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন
বেশির ভাগ শিক্ষার্থীর হাতে ধরা প্লাকার্ডে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস
আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা আটকে দেয় পুলিশের গাড়িও
সড়কে পড়ে থাকা লাশ সেজে প্রতিবাদ
অবরোধে যানজটের সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন স্থানে
সারাবাংলা/এমআই