Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফের দুই বাস মুখোমুখি, প্রাণ গেল ৪ জনের


২০ মার্চ ২০১৯ ১৭:১৫ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ২২:০৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হানিফ পরিবহনের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৪ জন। মৃতদের মধ্যে রকি মিয়া (২৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি নওগাঁ জেলায়। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি সৈয়দ শহীদ আলম জানান, বিকেলে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বাসটি সয়দাবাদে পৌছালে একই কোম্পানির (হানিফ পরিবহন) ঢাকাগামী অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে রকি নামে একজন মারা যান। এ সময় ১৪ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের হাসপাতালে পাঠায়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস-মিনিবাস-ট্রাকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

আহত মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জ হানিফ পরিবহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর