Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাদেরের বাইপাস সার্জারি শেষ হয়েছে সফলভাবে


২০ মার্চ ২০১৯ ১৪:১৯ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৬:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে শেষ হয়েছে। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী ডা. সিবাস্টিনকে উদ্ধৃত করে এ তথ্য জানান।

বুধবার (২০ মার্চ) কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়। সার্জারীর পর তাকে পোস্টঅপারেটিভ কেয়ারে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অপারেশনের পর কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের অগ্রগতি পরিবারের সদস্যদের ব্রিফ করেন।

এর আগে বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হয়।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানিয়েছেন।

এই চিকিৎসক জানান, রক্তচাপ, ডায়াবেটিস ও শারিরীক অবস্থা স্থিতিশীল থাকায় ওবায়দুল কাদেরের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। বাইপাস সার্জারি করছেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

ওবায়দুল কাদেরের পরিবার তাঁর সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর