Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলে যাওয়ার পথে পা হারাল নিপা


২০ মার্চ ২০১৯ ১২:০৩ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ১২:৫১

যশোর: স্কুলে যাওয়ার উদ্দেশে বুধবার (২০ মার্চ) বাড়ি থেকে বের হয়েছিল যশোরের বুরুজবাগান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান নিপা। কিন্তু স্কুলে আর যাওয়া হয়নি তার। একটি জিপগাড়ির চাপায় গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে সে। সকালে সুস্থ শরীরে বাড়ি থেকে বের হলেও দুপুর হতে না হতেই তাকে হারাতে হয়েছে একটি পা।

সকাল ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নাভারনে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গাইবান্ধায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সারাবাংলাকে জানান, আহত শিক্ষার্থীর নিপার বাবার নাম রফিকুল ইসলাম। তারা বুরুজবাগানেরই বাসিন্দা।

                                                            আরও পড়ুন: স্কুল যাতায়াতে বছরে ৮৮০ শিশুর মৃত্যু, তবু রাজধানীতে স্কুলবাস ৮টি

ওসি জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য রিকশাভ্যানে চড়ে নিপা। ভ্যানটি স্কুলের কাছে পৌঁছলে পেছন থেকে একটি জিপগাড়ি সেটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চার যাত্রী নিচে পড়ে যান। জিপটি দ্রুত চলে যাওয়ার জন্য নিপার পায়ের ওপর দিয়েই চলে যায়। তবে স্থানীয়রা জিপটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু পালিয়ে যান এর চালক।

গুরুতর আহত নিপাকে যশোর আড়াইশ শয্যাবিশিষ্ট জেনালে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার ক্ষতিগ্রস্ত পা’টি বিচ্ছিন্ন করেন।

সারাবাংলা/এসএমএন

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর