৯০ কেজি কেকে এরশাদের জন্মদিন
২০ মার্চ ২০১৯ ১১:৩৯ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৩:৪৩
ঢাকা: দলীয় চেয়ারম্যানের ৯০ তম জন্মদিনটি ৯০ কেজি কেক কেটে উদযাপন করলেন নেতাকর্মীরা। বুধবার (২০ মার্চ) সকালে গুলশান ১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে নেতাকর্মী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
মি. বেকার বনানীর শাখায় এই কেকের অর্ডার দেওয়া হয়েছিল। কেক কিনতে খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। কেকের ওপর এরশাদের শুভ জন্মদিন না লিখে শুভ দিন লেখা হয়েছে।
জন্মদিনের অনুষ্ঠানে দলের সংসদ সদস্য ও বিশিষ্টজনদের দাওয়াত দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পড়ে যাওয়া জাতীয় পার্টিকে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।
সারাবাংলা/এএইচএইচ/জেএএম