Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়ির ঘটনায় কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে: মাহবুব তালুকদার


১৯ মার্চ ২০১৯ ১৭:৪৩

ঢাকা: রাঙ্গামাটির বাঘাইছড়িতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘এ ঘটনায় কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ ঘটনা সম্পর্কে বিশদ জানতে ও আহতদের দেখতে সকালে চট্টগ্রাম গেছেন। তিনি চট্টগ্রাম থেকে ফিরে এলে কমিশনের সব সদস্য আলোচনা করে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহবুব তালুকদার বলেন, ‘সোমবার পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে যা ঘটেছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ৪৮ বছরের ইতিহাসে তা সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ ঘটনা। নিরাপরাধ মানুষ হত্যার বিষয়ে নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। অমানবিক বর্বরোচিত হামলায় যে ৭ জন নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘এই ঘটনায় যারা আহত হয়েছেন, তারা ঢাকা ও চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি। একই সঙ্গে আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।’

সকালে আমি ঢাকা সিএমএইচে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি জানিয়ে ইসি কমিশনার বলেন, ‘সেখানে মোট সাতজন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজনের অপারেশন হয়েছে। অন্যদেরও অপারেশন করা হবে। একজন সিসিইউতে রয়েছেন। এছাড়া কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীও সিএমএইচ পরিদর্শন করেছেন।’

এসময় সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই ইসি কমিশনার। তিনি বলেন, ‘তদন্ত করে ঘটনার কারণ ও দায়-দায়িত্ব নিরুপণ করা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের আগে যেকোনো ধরনের বক্তব্য তদন্ত কাজ ব্যহত ও বিভ্রান্ত করতে পারে।’

বিজ্ঞাপন

বাঘাইছড়ির হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিটি

প্রসঙ্গত, সোমবার (১৮ মার্চ) দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গামাটির বাঘাইছড়ির ভোটকেন্দ্র থেকে ফিরছিলেন নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পথে নয় মাইল এলাকায় তাদের বহনকারী গাড়ির ওপর পাহাড়ের ভেতর থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ব্রাশফায়ার করে। ঘটনাস্থলে এবং পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর ৭ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/জিএস/এমও

বাঘাইছড়ি বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর