Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্তিত্ব বিলিনের পথে হাঁটছে বিএনপি: হানিফ


১৯ মার্চ ২০১৯ ১৪:২৯ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৪:৩০

ঢাকা: এদেশে বিএনপি’র আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘অস্তিত্ব বিলিনের পথে হাঁটছে বিএনপি। মুসলিম লীগের চেয়ে দলটির পরিণতি হবে করুন।’

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে ‘প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।’

বিজ্ঞাপন

চাপে পড়ে বিএনপি নেতারা পদত্যাগ করছে’ সাংবাদিকদের এমন প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনগণের দল নয়, সন্ত্রাস-দুর্নীতিবাজদের দল। এরা তাদের পাকিস্তানের প্রভূকে খুশি করতে রাজনীতি করে। বিএনপির নেতারা এটা উপলব্ধি করেই দল ত্যাগ করছে। আওয়ামী লীগ চাপ সৃষ্টি করে কাউকে রাজনীতি থেকে বিরত রাখায় বিশ্বাসী নয়।

নির্বাচন নিয়ে কথা বলার আগে বিএনপির লজ্জা থাকা উচিত মন্তব্য করে হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। জিয়া বন্দুকের নলে ক্ষমতায় এসে হ্যাঁ-না ভোট করেছে। বিএনপির মাগুরার নির্বাচন দেশের জনগণ এখনো ভোলেনি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার চক্রান্ত তখন থেকে শুরু করেছে দলটি।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

বিএনপি হানিফ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর