Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, ৩ জনের মৃত্যু


১৯ মার্চ ২০১৯ ১৩:৪১ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৩:৪৫

রংপুর: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে বাসের হেলপারসহ ৩ জনের মৃত্যু হয়।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, পীরগঞ্জের প্রথম ডাঙ্গাগ্রামের শামসুন নাহার (২৭), একই উপজেলার ধোল্লাকান্দি গ্রামের ঝর্ণা বেগম। এছাড়া নিহত হেলপারের বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে।

সোমবার (১৮ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট ফাইভস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার এসআই মোসলেম উদ্দিন।

তিনি বলেন, রাত ১টার দিকে বাস ও কাভার্ডভ্যানটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। একপর্যায়ে কাভার্ডভ্যানটি বাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১০ বাসযাত্রী আহত হন এবং তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/ এনএইচ

রংপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর