Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি কাল


১৯ মার্চ ২০১৯ ১২:২৭ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১২:৪৪

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আগামীকাল বুধবার (২০ মার্চ) সিঙ্গাপুর সময় সকাল ১০টায় করার সিদ্ধান্ত হয়েছে।

বাইপাস সার্জারি করবেন কাদেরের চিকিৎসায় ডা. ফিলিপ কোহ-এর নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ও নিওরলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ তথ্য জানান।

তিনি জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাদেরের পরিবার এসময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান ডা. আবু নাসার।

এর আগে, কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও সার্জারির বিষয়ে পরিবারের সদস্যদের জানান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম।

এর আগে, গত ৩ মার্চ ভোরে শ্বাসকষ্টজনিত সমস্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হলে সেখানকার সিসিইউতে রেখে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এনজিওগ্রামে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক পাওয়া যায়। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় ওই সময় তার বাইপাস সার্জারি করা সম্ভব হয়নি, দেশের বাইরেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তার হৃদযন্ত্রের একটি ব্লকে স্টেন্ট (রিং) পরানো হয়।

বিজ্ঞাপন

পরে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক উড়িয়ে আনা হয় ওবায়দুল কাদেরের চিকিৎসায়। তারা দেখে জানান, তাকে সিঙ্গাপুরে নেওয়া যাবে। পরদিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি এসেও জানান, তাকে সিঙ্গাপুরে নিতে কোনো বাধা নেই। ওই দিন বিকেলেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. ফিলিপ কোহ-এর অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএ/টিআর

ওবায়দুল কাদের বাইপাস সার্জারি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর