Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ৬, জেএসএস১, এক উপজেলায় স্থগিত


১৯ মার্চ ২০১৯ ১০:৪১ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১০:৪৯

খাগড়াছড়ি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার আট উপজেলার মধ্যে ছয়টিতেই চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, দীঘিনালা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় তারা জয় পেয়েছেন। তবে মহালছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আঞ্চলিক সংগঠন জেএসএস (সংস্কার) প্রার্থী। আর পানছড়ি উপজেলায় তিন কেন্দ্রের ফল স্থগিত থাকায় এই উপজেলার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। বাকি কেন্দ্রগুলোতে এগিয়ে রয়েছেন ইউপিডিএফ প্রার্থী।

বিজ্ঞাপন

এই নির্বাচনে উপজেলাগুলোতে জয় পেলেন যারা—

খাগড়াছড়ি সদর

চেয়ারম্যান পদে জয়ী আওয়ামী লীগের মো. শানে আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান পদে মো. আকতার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিউসা মগ।

রামগড় উপজেলা

এই উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের বিশ্ব ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন হাছিনা আক্তার।

মহালছড়ি

চেয়ারম্যান পদে বিজয়ী জেএসএস (সংস্কার) প্রার্থী বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুইনাচিং মারমা।

দীঘিনালা

এই উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের মো. আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান পদে মোস্তফা কামাল মিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান।

মানিকছড়ি

আওয়ামী লীগের প্রার্থী মো. জয়নাল আবেদীন এই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদেও মো. তাজুল ইসলাম বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে জয় পেয়েছে ডলি চৌধুরী।

লক্ষ্মীছড়ি

চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে দীপান্তর রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমনা চাকমা।

মাটিরাঙ্গা

উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা বেগম।

পানছড়ি

পানছড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইলচ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লোগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল স্থগিত ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রের ফলে চেয়ারম্যান পদে ইউপিডিএফ প্রার্থী শান্তি জীবন চাকমা, ভাইস চেয়ারম্যান পদে চন্দ্র দেব চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা ত্রিপুরা  এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ইউপিডিএফ উপজেলা নির্বাচন খাগড়াছড়ি জেএসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর