Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ইউনিয়ন আ.লীগ নেতার মরদেহ উদ্ধার


১৯ মার্চ ২০১৯ ১০:৪৬

সংগৃহীত ও প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুলাইপাড় বিদ্যালয়ের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি ইউপি চেয়ারম্যান মোকসেদ আলীকে জানালে তিনি সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত জয়নাল ইসলামপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পেটে ও হাতের নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা জয়নাল হত্যার ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিঙ্গাসাবাদ করার পর মৃত্যুর কারণ জানা সম্ভব হতে পারে।

এদিকে এই মরদেহ উদ্ধারের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সারাবাংলা/এসএমএন

আওয়ামী লীগ নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর