Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় বিইউপি শিক্ষার্থীর মৃত্যু, চালক আটক, সড়কে অবরোধ


১৯ মার্চ ২০১৯ ০৯:২১ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৩:২৪

২০১৮ সালের আগস্ট মাসে ‘নিরাপদ সড়ক চাই’ ফ্রেম ব্যবহার করে ফেসবুকে এই প্রোফাইল ছবিটি দিয়েছিলেন আবরার।

ঢাকা: রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেন। এই ঘটনায় আটক করা হয়েছে বাস চালক সিরাজুলকে (২৫), জব্দ করা হয়েছে ঘাতক বাসটি। এছাড়া, সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে বসুন্ধরা গেটের সামনে রামপুরা সড়ক অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। আবরার বসুন্ধরা এলাকায় থাকতেন।

গুলশান অঞ্চলের (বাড্ডা) সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, সকাল ৭টার দিকে সুপ্রভাত পরিবহনের ধাক্কায় বিইউপির একজন শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে।

নিহত শিক্ষার্থীর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, কুড়িল-রামপুরা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আবরারের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেখানে মোতায়েন রয়েছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা।

সুপ্রভাত বাসের চালক সিরাজুল (২৫)

সূত্র জানায় , একই বাস শিক্ষার্থী চাপা দেওয়ার আগে নতুন বাজার এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটিয়েছিল।

প্রথম বর্ষের শিক্ষার্থী আবরারের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে বিউপি। এক ফেসবুক বার্তায় এই ঘটনায় সমবেদনা জানিয়ে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে বলা হয়, আবরারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এডি ব্রিজ গ্রাউন্ডে মঙ্গলবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর।

সারাবাংলা/এসএইচ/ এসজে/এনএইচ

শিক্ষার্থীর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর