শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ আটক ১
১৮ মার্চ ২০১৯ ২২:১৪ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ২৩:০৯
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ২৫০ কার্টন বিদেশি সিগারেটসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল।
তিনি জানান, সকালে জেদ্দা থেকে আসা যাত্রী ফাহিদ আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে পরে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এসজে/টিআর