‘বিশ্বব্যাপী আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে বাংলাদেশ’
১৮ মার্চ ২০১৯ ২২:০১ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ২২:৩৮
ঢাকা: বিশ্বব্যাপী আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে জাতিসংঘের মাধ্যমে উদ্যোগ নেবে বাংলাদেশ। যে কেউ চাইলেই যেন অটোমেটিক বা এই ধরনের মরণাস্ত্র সংগ্রহ করতে না পারে, সেটি নিশ্চিত করতেই বাংলাদেশ এ বিষয়ক প্রস্তাব জাতিসংঘে পাসের চেষ্টা চালাবে।
সোমবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘ক্রাইস্টচার্চের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার নিউজিল্যান্ড সরকারের প্রতি দুঃখপ্রকাশ করেছে। পাশাপাশি সন্ত্রাস রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে। নিউজিল্যান্ড সরকারকে এমন বিষয়ে সর্বদা সজাগ থাকতে বলেছি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, কঠিন ধরনের যে আগ্নেয়াস্ত্র বা মরণাস্ত্র রয়েছে, সেগুলো বিক্রি বা ব্যক্তিগত হাতে দেওয়ার আগে সঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত। এগুলো মিলিটারি অপারেশন ছাড়া বিক্রি করা বা কারও হাতে দেওয়া ঠিক নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’
মন্ত্রী আরও বলেন, ‘এসব আগ্নেয়াস্ত্র যেন যত্রতত্র ব্যবহার করা না যায়, এজন্য আমরা একটি বিশেষ উদ্যোগ নেব। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের দুর্ঘটনা ঘটে। আমেরিকা বা যুক্তরাষ্ট্রে যখন তখন অটোমেটিক বন্দুক দেওয়ার কারণে বহু লোককে স্কুলে, মার্কেটে মৃত্যুবরণ করতে হচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘এজন্য বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে বিশ্বব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছে, যেন অটোমেটিক বন্দুকের নিয়ন্ত্রণ করা যায়, মানুষের জানমাল নিশ্চিত করা যায় এবং সন্ত্রাস ঠেকানো যায়। এজন্য জাতিসংঘের মাধ্যমে আমরা একটি রেজ্যুলেশন নেওয়ার চেষ্টা চালাব।’
তিনি আরও বলেন, ‘সমসাময়িক সময়ে সন্ত্রাস অনেক বেড়ে গেছে। নিউজিল্যান্ড শান্তিপ্রিয় একটি দেশ। সেখানে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক। অন্যদিকে, আজকেই (১৮ মার্চ) আরেক শান্তিপ্রিয় দেশ নেদারল্যান্ডসেও এমন সন্ত্রাসী হামলা বা বন্দুক হামলার ঘটনা ঘটেছে।’
প্রসঙ্গত, গত ১৫ মার্চ স্থানীয় সময় দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে এক বন্দুকধারীর হামলায় ৫০ জন প্রাণ হারান। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছেন পাঁচ জন। ওই হামলায় আরও তিন জন বাংলাদেশিসহ ৪৮ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার (১৮ মার্চ) নেদারল্যান্ডসেও একই ধরনের ঘটনা ঘটেছে। দেশটির আটরেচ শহরে ট্রামে এক বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সারাবাংলা/জেআইএল/টিআর
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন