ক্রাইস্টচার্চ হামলাকারীর অস্ট্রেলিয়ার বাসায় তল্লাশি
১৮ মার্চ ২০১৯ ১১:০১ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১১:০৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট (২৮) জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। হামলার কারণ অনুসন্ধান করতে এবার পুলিশ তল্লাশি চালিয়েছে ট্যারেন্টের অস্ট্রেলিয়ায় দুটি বাড়িতে। খবর বিবিসির।
সোমবারের (১৮ মার্চ) এই পুলিশি অনুসন্ধানে নিউ সাউথ ওয়েলস-এর স্যান্ডি বিচ ও লরেন্সের দুটি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে নিরাপত্তারক্ষীরা। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, নিউজিল্যান্ডের পুলিশকে তদন্তে সাহায্য করতে তাদের এই অভিযান।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বলা হয়, বাড়ি দুটির মালিক ব্রেন্টন ট্যারেন্টের বোনের। ট্যারেন্ট সেখানে মাঝে মাঝে আসা-যাওয়া করতো।
এর আগে ট্যারেন্টের চাচা জানান, তারা এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যথিত। ট্যারেন্টের পরিবারের সদস্যর এই তদন্তে সহযোগিতা করছে।
শুক্রবারে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউডে মসজিদে নির্বিচারে গুলি করে ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন ট্যারেন্ট। বন্দুক হামলার ঘটনায় ২০ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে উগ্রবাদী এই শ্বেতাঙ্গকে। ট্যারেন্টকে তাকে আগামী ৫ এপ্রিল আদালতে হাজির করা হবে। ইউরোপের অভিবাসী মুসলিমদের ওপর ঘৃণার বশবর্তী হয়ে ট্যারেন্ট এই ঘটনা ঘটিয়েছেন বলে তদন্তকারীদের ধারণা।
সারাবাংলা/এনএইচ