Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাঁজা নিয়ে দুবাই যাত্রা, বিমানবন্দরে আটক


১৮ মার্চ ২০১৯ ১০:৪৯ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১০:৫২

ফাইল ছবি: শাহ আমানত বিমানবন্দর

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কেজি গাঁজাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন বিভাগের নিরাপত্তাকর্মীরা। সোমবার (১৮ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে মো. রুবেল নামে ওই যাত্রীকে তারা আটক করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে তোষকের ভেতরে করে দুবাইয়ে গাঁজা নিয়ে যাচ্ছিল।

বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার-ই আলম সারাবাংলাকে জানান, রুবেল ফ্লাই দুবাই উড়োজাহাজের যাত্রী ছিলেন, যেটি সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ছেড়ে গেছে।

‘লাগেজের পাশাপাশি আলাদাভাবে দুটি তোষক নিয়েছিলেন রুবেল। বিমানবন্দরের বোর্ডিং কাউন্টারে প্রবেশের সময় স্ক্যানারে তোষকের ভেতরে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পান নিরাপত্তাকর্মীরা। পরে খুলে দেখা যায়, তোষকভর্তি গাঁজা’ বলেন সরওয়ার।

জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ১৫ কেজি বলেও জানান ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, আটক রুবেলকে গাঁজাসহ নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/আরডি/এমআই

গাঁজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর