সেন্ট প্যাট্রিক’স ডে পালনকালে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু
১৮ মার্চ ২০১৯ ০৯:৫৮ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৯:৫৯
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডে সেন্ট প্যাট্রিক’স ডে উদযাপনের সময় নাইট পার্টিতে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তবে কি কারণে পার্টিতে অংশ নেওয়া সবার মধ্যে আতঙ্ক তৈরি হলো তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর রাপ্টলির।
স্থানীয় ককস্টাউন হোটেলর সামনে রোববার (১৭ মার্চ) এই দুর্ঘটনা ঘটেছে।
প্রতিবছর এই দিনে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে সেন্ট প্যাট্রিক’স ডে পালিত হয়ে আসছে। উল্লেখ্য, সেন্ট প্যাট্রিকের চেষ্টায় আয়ারল্যান্ড থেকে দাসপ্রথার বিলুপ্তি ঘটেছিল। তাই ১৭ মার্চ প্যাট্রিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্যাট্রিক’স দিবস পালন করে থাকে আইরিশরা। ওই দিন জাতীয় পতাকার রংকে প্রাধান্য দিয়ে নানা সাজে সজ্জিত হয়ে নাচ-গানে মেতে উঠে তারা। শহর জুড়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
পুলিশ জানায়, নাইট পার্টিতে নিহত ও আহতদের পরিবারকে দুর্ঘটনার কথা জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পেতে চালানো হচ্ছে তদন্ত।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, অনেক লোক পার্টিতে জড়ো হয়। হঠাৎ করেই কিছু একটা নিয়ে আতঙ্ক তৈরি হয় এবং সবাই দিগ্বিদিক ছোটছুটি করতে থাকে। তখন পদদলিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
সারাবাংলা/ এনএইচ