Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘স্বাধীনতার দলিল’ পেল খেলাঘরের শিশুরা


১৭ মার্চ ২০১৯ ২০:১০ | আপডেট: ১৭ মার্চ ২০১৯ ২০:২৫

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র’ পেয়েছে খেলাঘরের শিশুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯৮৪ ব্যাচের সংগঠন ‘আমরা চুরাশি’ খেলাঘরের শিশুদের পাঠাগারের জন্য এই বই দিয়েছে।

রোববার (১৭ মার্চ) বিকেলে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে বই তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী।

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবসের এই আয়োজনে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে ‘আমরা চুরাশি’র সদস্য মায়া আফরোজ, এনামুল ইসলাম কাফি, বিদ্যুৎ ঘোষ, খেলাঘর মহানগরী কমিটির সম্পাদক রূপক চৌধুরী, কবি আশীষ সেন, উন্নয়নকর্মী সুমন চৌধুরী মণি উপস্থিত ছিলেন।

হাসান হাফিজুর রহমান সম্পাদিত ১৫ খণ্ডের ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ পাঠাগারের জন্য খেলাঘরের শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্পাদক রূপক চৌধুরী, কবি আশীষ সেন, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শোভযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাস্তগীর স্কুলে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আরডি/টিআর

আমরা চুরাশি খেলাঘর বঙ্গবন্ধুর জন্মদিন স্বাধীনতার দলিলপত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর