বিএসএমএমইউ চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের
১৭ মার্চ ২০১৯ ২০:০৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৯ ২০:৩৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকারের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে শেরে বাংলা থানায় অভিযোগ দায়ের করেছেন তার মামা সুজন কর্মকার। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৭ মার্চ) সন্ধ্যার পর বাদী হয়ে অভিযোগটি করেছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন সুজন কর্মকার। তিনি জানান, রাজনের মৃত্যুকে আমরা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে রাজি নই। তাই আমরা তার মৃত্যুর ঘটনার তদন্ত চাই।
শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম সারাবাংলাকে বলেন, মৃত রাজন কর্মকারের মামা সুজন কর্মকার বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগ গ্রহণ করেছি। ময়নাতদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- বিএসএমএমইউ চিকিৎসকের মৃত্যু, হত্যার অভিযোগ স্বজন-সহকর্মীদের
এদিকে, ডা. রাজনের এক সহকর্মী সারাবাংলাকে বলেন, রাজনের মরদেহের ময়নাতদন্ত করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই অনুযায়ী স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামীকাল (সোমবার, ১৮ মার্চ) সকালে ময়নাতদন্ত করা হবে।
উল্লেখ্য, শনিবার (১৬ মার্চ) দিবাগত রাতে ডা. রাজন কর্মকার মারা গেছেন বলে তার মা’কে জানান রাজনের স্ত্রী ডা. কৃষ্ণা কাবেরী। বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজনের। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেও চিকিৎসকরা জানান, তিনি বেঁচে নেই। রাজনের স্বজন ও সহকর্মীদের দাবি, তার মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এর আগেও স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে আহত করেছিল বলেও অভিযোগ তাদের।
উল্লেখ্য, ডা. কৃষ্ণা কাবেরী বিএসএমএমইউয়ের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে।
সারাবাংলা/জেএ/টিআর
অস্বাভাবিক মৃত্যু খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ডা. কৃষ্ণা কাবেরী ডা. রাজন ডা. রাজন কর্মকার বিএসএমএমইউ