উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা, জয়পুরহাটে নিহত ২
১৭ মার্চ ২০১৯ ১০:৪২ | আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৩:০৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের দুই পার্থী- সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতরা হলেন, কালাই পুনট বাজারের মোন্নাপাড়া গ্রামের আফতাব হোসেন ও মাহিস্যপাড়ার চারু মহন্তের ছেলে রতন মহন্ত।
শনিবার (১৭ মার্চ) রাতে উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিফ খান জানান, উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় মোসলেমগঞ্জ বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন মারা গেছেন ও ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় ১১৩ রাউন্ড রাবার বুলেটও ছোড়ে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে বর্তমানে পরিস্থিতি শান্ত বলেও জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান , গত ১০ মার্চ অনুষ্ঠিত কালাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জয়ী হলেও পরাজিত হয় একই প্যানেলের নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় ভাইস চেয়ারম্যান সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী, উপজেলা চেয়ারম্যানের এক সমর্থককে মারধর করেন।
পরে তারই জের ধরে রাত ৮টার দিকে মোসলিমগঞ্জ বাজারে উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে চেয়ারম্যানের ৭ সমর্থক আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আফতাব এবং ভোর চারটার দিকে রতন মারা যান।
সারাবাংলা/এনএইচ/জেডএফ