Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি শাহরিয়ার কবির


১৭ মার্চ ২০১৯ ০১:১২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির অসুস্থ হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৬ মার্চ) তার চিকিৎসার জন্য অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল সারাবাংলাকে বলেন, ১৫ মার্চ সন্ধ্যায় উনাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। উনার শারীরিক অবস্থা সম্পর্কে হয়তো আগামীকাল জানা যাবে।

শাহরিয়ার কবির কিডনি, কোলন ও হার্টের নানা জটিলতায় ভুগছেন।

এদিকে, নির্মূল কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহরিয়ার কবির অসুস্থ থাকার কারণে সংগঠনের সহসভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবির একাধারে খ্যাতনামা লেখক, সাংবাদিক ও ডকুমেন্টারি নির্মাতা। তিনি শিশুদের জন্য লিখছেন কয়েক দশক ধরে। ১৯৯২ সাল থেকে নিরলসভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে জনমত গঠনসহ নানাবিধ কাজ করে চলেছেন তিনি।

সারাবাংলা/টিএস

ঘাতক দালাল নির্মূল কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহরিয়ার কবির

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর