Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশতেহার বাস্তবায়ন করে যেতে চাই: ফাল্গুনী দাস তন্বী


১৬ মার্চ ২০১৯ ২০:৪৬ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ২১:৩৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরাও তাই আমাদের খুব ভালো করেই চেনে। বিগত সময়ে আমাদের হলের বোনরা সব সময় আমাদের পাশে পেয়েছেন। ভবিষ্যৎ দিনগুলিতেও পাবেন, সেই আশা করেই উনারা আমাদের নির্বাচিত করেছেন। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচনের দিন ঘটলেও আমি চেষ্টা করবো কাজ দিয়ে সকলের মন জয় করে নিতে। কথাগুলো বলছিলেন ফাল্গুনী দাস তন্বী।

বিজ্ঞাপন

১১ মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল থেকে নির্বাচিত সহসাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন তন্বী।

নির্বাচিত হওয়ার পর ভবিষ্যত দিনগুলোতে কীভাবে কাজ করতে চান সে বিষয়ে সারাবাংলাকে বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। এটা এমন একটা প্লাটফর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমাদের কথা বলার সুযোগ বাড়িয়ে দেয়।’

ফাল্গুনী দাস তন্বী আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। আমাদের হলের ভিপি, জিএস এবং এজিএস আমরা তিনজনই চতুর্থ বর্ষের ছাত্রী। তাই নির্বাচনি প্রচারণার সময়ে দেখা গেছে হলের শিক্ষার্থীরা নিজেরাই স্বতস্ফুর্তভাবে কাজ করে গেছেন। উনারা আমাদের ওপরে আস্থা রেখে ভোট দিয়েছেন কারণ আমাদেরকে উনারা সবসময়েই হলে পান উনাদের সুখে-দুঃখে সকল সময়েই। আমরা উনাদের এই আস্থা ভবিষ্যতেও অক্ষুন্ন রাখবো উনাদের পাশে থেকেই। আমি দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে চাই।’

ক্রমান্বয়ে সকল নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করে যেতে চাই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের এখানে কিছু সমস্যার ব্যাপারে আমরা অবগত। ইতোমধ্যেই আমরা কিছু পদক্ষেপ নিয়েছি সেই সকল সমস্যা সমাধানে। আগে এক হলের ছাত্রীরা চাইলেও অন্য হলে যেতে পারতো না। আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করবো। যাতে করে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে এক হলের ছাত্রীরা অন্য হলে যেতে পারে। পূর্বে মায়েরা আমাদের হলে আসতে পারতেন না। এখন থেকে প্রতি শুক্রবার ও শনিবার উনারা দেখা করতে আসতে পারবেন। এমন আরও কিছু সমস্যা ইতোমধ্যেই সমাধানের জন্য সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞাপন

এছাড়াও আমাদের হলে বৈধ ছাত্রীদের জন্যে সিট বরাদ্দ, ফার্মেসির ব্যবস্থা, হলের জন্য নিজস্ব অ্যাম্বুলেন্স বরাদ্ধ ও ইশতেহারে দেওয়া অন্যান্য প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাবো। কেউ যদি ভেবে থাকেন আমরা শুধুমাত্র আমাদের দলীয় বোনদের জন্যেই কাজ করে যাবো তবে সেটি ভুল হবে। আমরা সকলের জন্যেই কাজ করবো এটা আমাদের অঙ্গীকার বলে জানান ফাল্গুনী দাস তন্বী।

উল্লেখ্য, ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ৫৬৩ ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ফাল্গুনী দাস তন্বী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সারাবাংলা/এসবি/এমআই

ইশতেহার

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর