Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎকণ্ঠায় ক্রাইস্টচার্চ হামলায় নিখোঁজ ফারুকের পরিবার


১৬ মার্চ ২০১৯ ১৯:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার পর থেকে নিখোঁজ বাংলাদেশি ওমর ফারুক (৩৫)। হামলার পর থেকে তার খোঁজ না পেয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফারুকের পরিবারের সদস্যরা রয়েছেন চরম উৎকণ্ঠতায়।

নিখোঁজ ওমর ফারুকের স্ত্রী সানজিদা জামান নিহা জানান, তার স্বামীর সাথে কথা হয়েছে সবশেষ গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত ১২টা ৫১ মিনিটে। সেসময় নিউজিল্যান্ডে ছিল শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টা। এরপরই জুমার নামাযের সময় মসজিদে এই হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে বারবার ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তিন মাসের অন্তঃসত্ত্বা সানজিদা জামান আরও জানান, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ওমর ফারুক নিউজিল্যান্ড চলে যান। পরে গত ১৬ নভেম্বর ছুটিতে দেশে আসেন। পরবর্তিতে ১৮ জানুয়ারি ফিরে যান। ফারুক নিউজিল্যান্ডে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন বলেও জানান তিনি।

নিখোঁজ ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন জানান, এ হামলার কথা তার মাকে জানানো হয়নি। বাড়ির লোকজন সকলে উৎকন্ঠার মধ্যে রয়েছে। তারা নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

সবশেষ শনিবার (১৬ মার্চ) দুপুর দেড়টায় পরিবারের পক্ষ থেকে নিউজিল্যান্ডে ফোন করে ওমর ফারুকের রুমমেটের কাছে তার খবর জানতে চাওয়া হয়। তখন পর্যন্ত কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে ফারুকের কোনো খবর পাওয়ার আশায় পরিবারের সদস্যরা টেলিভিশন সেটের সামনে বসে থাকছেন। সেইসঙ্গে অজানা আশঙ্কায় কান্নায় বুকও ভাসাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

স্থানীয় কাউন্সিলর সুলতান আহমেদ জানান, ওমর ফারুক তার আত্মীয়। তিনিও যথাসাধ্য চেষ্টা করছেন, বিভিন্ন স্থানে খবর নেওয়অর চেষ্টা করছেন।

সারাবাংলা/এসএমএন

ক্রাইস্টচার্চ ক্রাইস্টচার্চ সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর