Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করছে সরকার’


১৬ মার্চ ২০১৯ ১৮:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: বর্তমান সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। তিনি বলেণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দে‌শের শিক্ষার উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

শনিবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ময়ের এসব কথা ব‌লেন।

হাসিনা গাজী  বলেন, ‘জাতির পিতা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। জাতির পিতা শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন। সংবিধানে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষার মাধ্যমে জাতিকে তিনি উন্নত করতে চেয়েছিলেন।’

মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়াতে সরকার কাজ করছে উল্লেখ করে পৌরসভার মেয়র বলেন, অর্থনৈতিক ভাবে দেশ এগিয়ে যাচ্ছে বলেই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

হা‌সিনা গাজী বলেন, ‘একটি দেশ, একটি জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে আগে মায়ের (নারীকে) সুশিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। বিষয়টি উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে নারী শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে‌ছে। এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধিসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মারুফ-শারমীন স্মৃ‌তি সংস্থার সভাপ‌তি মোহাম্মদ মোজা‌ম্মেল হক ভুঁইয়া, উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুল আউয়াল মোল্লা, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের ম্যা‌নিজিং ক‌মি‌টির সদস্য হাজী ম‌ফিদুল ইসলাম, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমানসহ অন্যরা।

সারাবাংলা/এসএমএন

তারাবো পৌরসভা মেয়র হাসিনা গাজী

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর