গণভবনে ডাকসু নেতারা, নুর গেলেন আলাদা গাড়িতে
১৬ মার্চ ২০১৯ ১৬:০৭ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১৬:৫২
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন। ঢাবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগ সমর্থিত নেতারা ১৩টি বাসে শনিবার (১৬ মার্চ) দুপুরে গণভবনের উদ্দেশে রওয়ানা হন। দুপুর সোয়া ৩টার দিকে ছাত্র নেতারা গণভবনে পৌঁছান।
ছাত্রলীগ সমর্থিত নেতারা একযোগে গেলেও ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ভাড়ায় চালিত এক গাড়িতে আলাদাভাবে গণভবনে যান। তবে স্বতন্ত্র্যভাবে নির্বাচিত অন্য প্রার্থীরা গণভবন থেকে পাঠানো আলাদা মাইক্রোবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান।
ডাকসুর ভিপি, জিএস ও এজিএসস শীর্ষ পদে মোট নেতা ২৫ জন। আর প্রত্যেক হল সংসদের ১৩ জন করে মোট নেতা ২৩৪ জন। ডাকসু ও হল সংসদ মিলে মোট ২৫৯ জন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে শনিবার (১৬ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন।
সারাবাংলা/কেকে/একে