১৩ বাসে গণভবনে যাচ্ছেন ডাকসু নেতারা
১৬ মার্চ ২০১৯ ১৩:৪২ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১৪:৪৯
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন গণভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নেতারা। শনিবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আটটি লাল বাস ও পাঁচটি মিনিবাসে চড়ে তারা গণভবনের উদ্দেশে রওনা হবেন।
ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে আমি যাচ্ছি। যারা স্বতন্ত্রভাবে ডাকসুর প্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের ২টায় ডাকসু ভবনের সামনে থাকতে বলেছি।’
অন্যদিকে ডাকসুর নির্বাচিত এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘মল চত্বরে আছি। আমরা নির্বাচিত প্রতিনিধিরা সবাই একসঙ্গে রওনা হব।’
ডাকসুর ভিপি, জিএস ও এজিএসস মোট নেতা ২৫ জন। আর প্রত্যেক হল সংসদের ১৩ জন করে ২৩৪ জন। ডাকসু ও হল সংসদের মোট ২৫৯ জন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল হাসান সারাবাংলাকে বলেন, ‘আমাদেরকে ৫০০ জনের যাওয়ার মতো আয়োজন করতে বলেছে। আমরা আটটি লাল বাস ও পাঁচটি মিনিবাস প্রস্তুত করে রেখেছি।’
ডাকসুর নব নির্বাচিত সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পরে অচলায়তন ভেঙে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবার ভেতর একটি অন্যরকম উৎফুল্লতা কাজ করবে এটিই স্বাভাবিক। আমার ভেতরও এটি কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ও আন্তরিক ইচ্ছা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাই উৎফুল্ল, খুশি ও আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া আমাদের জন্য একটি বড় পাওয়া।’
ডাকসুর এই নেতা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার ওপর যে আস্থা রেখেছে আমি আমার কাজের মাধ্যমে তাদের সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’
বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ভিপি শহিদুল হক শিশির বলেন, ‘আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। ছাত্রদের কথা শোনার জন্য প্রধানমন্ত্রী ডেকেছেন এটা ভালো লাগছে।’
সারাবাংলা/কেকে/একে