Sunday 26 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লাইওভার, সেতু, ওভারপাস উদ্বোধন প্রধানমন্ত্রীর


১৬ মার্চ ২০১৯ ১১:২৫ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১২:০৬

ভুলতা ফ্লাইওভার। ছবি: সারাবাংলা

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নারায়ণগঞ্জের কাচপুর দ্বিতীয় সেতু, রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভারের (ঢাকা বাইপাস অংশ), ও গাজীপুরের লতিফপুর রেলওয়ে ওভারপাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে শনিবার (১৬ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পগুলো উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে দিক নির্দেশনামূলক ভাষণ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘চালকদের কারণে অনেক সময় দুর্ঘটনা হয়। দেখা যায় চালক ক্লান্ত, গাড়ি চালাতে দেন হেলপারকে। এটাও একটা অপরাধ। হেলপারের লাইসেন্স আছে কি না সেটাও দেখতে হবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক সেতুতে ওয়েট মেশিন থাকা দরকার। যানবাহনগুলো ওভারলোডেড কি না তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। এ ছাড়া আমাদের তো বিকল্প ব্যবস্থাও রয়েছে। যেসব পণ্য দ্রুত পচনশীল নয় সেসব পণ্যবাহী যানবাহন ফেরির মাধ্যমে পারাপারের ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য উন্নয়ন। উন্নয়নের জন্য আমরা অনেকগুলো মেগাপ্রকল্প হাতে নিয়েছি। শুধু শহর নয়, আমরা গ্রামেরও উন্নয়ন চাই।’

ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ভুলতা ফ্লাইওভারের ঢাকা (বাইপাস অংশ), কাচপুর দ্বিতীয় সেতু, লতিফপুর রেলওয়ে ওভারপাসের উদ্বোধন করেন।

উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলেন।

কাচপুর দ্বিতীয় সেতুর বিষয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কথা বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী ও উপকারভোগীদের সঙ্গে। এ সময় সেখানে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক রাব্বী মিয়া।

বিজ্ঞাপন

এরপর ভুলতা ফ্লাইভার নিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রূপগঞ্জ এখন আর ঢাকা থেকে বেশি দূরে নয়। ফ্লাইওভার উদ্বোধনের পর রূপগঞ্জ এখন আরও কাছে চলে এসেছে। এছাড়া রূপগঞ্জে এবার একজন মন্ত্রীও দিয়েছি, এলাকায় মন্ত্রী হলে উন্নয়ন একটু বেশিই হয়।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকজন উপকারভোগীর সঙ্গেও কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রূপগঞ্জ থেকে মন্ত্রিত্ব দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাই। আগামী জুন মাসে ভুলতা ফ্লাইওভারের আরেকটি অংশ উদ্বোধন করা হবে। এছাড়া শীতলক্ষ্যায় আরেকটি সেতু উদ্বোধন করা হবে। আমি আপনাকে অনুরোধ জানাই আপনি এসে এগুলোর উদ্বোধন করে যাবেন।’

সারাবাংলা/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

সিলেট শিবিরে আবার চোটের ধাক্কা
২৬ জানুয়ারি ২০২৫ ১২:৫৮

আরো

সম্পর্কিত খবর