জয়পুরহাটে স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার
১৬ মার্চ ২০১৯ ০৫:০২ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০৫:০৯
।। ডিস্ট্রিক করেসপন্ডেন্ট।।
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে আব্দুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার হরেন্দ্রা বিদ্দী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আব্দুর রহমান উপজেলার ধুরইল গ্রামের রেজাউল করিমের ছেলে।
ওসি বজলার রহমান জানান, আব্দুর রহমান শুক্রবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় বাসায় না ফিরে আসায় স্বজনরা তাকে
খোঁজাখুজি করে। পরে হরেন্দ্রা বিদ্দী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে শিশুটির গলা কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।
সারাবাংলা/এমএইচ