Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ মিনিটের ব্যবধানে বেঁচে গেছেন তামিমরা: মাশরাফি


১৫ মার্চ ২০১৯ ২৩:২৯ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১০:০২

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তৃজা। তিনি বলেছেন, আর হয়ত তিন থেকে চার মিনিট আগে মসজিদে পৌঁছলে খারাপ কিছু ঘটে যেত তামিম, মুশফিকদের সঙ্গেও। সৃষ্টিকর্তার দয়ায় তারা বেঁচে গেছেন।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে গাজীপুর কাপাসিয়ায় তারাগঞ্জ মাঠে সূর্যোদয় স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাশরাফি বলেন, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য আমাদের দেশের জাতীয় দলের খেলোয়াররা রক্ষা পেয়েছে। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। সব খেলোয়াররা এখন নিরাপদে আছে জানিয়ে তিনি সবার জন্য দেশবাসীর কাছে এ সময় দোয়া চান।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে আজ ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তামিম, মুশফিক, মিরাজদের সঙ্গে। মসজিদে যাচ্ছিলেন তারা জুমার নামাজ পড়তে। এমন সময় দেখেন কয়েকজন রক্তমাখা শরীর নিয়ে মসজিদ থেকে বেরোচ্ছেন। মসজিদে ঢোকার ঠিক আগমুহূর্তে অজ্ঞাত পরিচয় নারী এসে তামিমদের সতর্ক করে জানান যে, মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না।’

তারাগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘এলাকার বিত্তবানরা এগিয়ে আসুন। সবাই মিলে এই সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের উন্নয়নে কাজ করেন। যাতে এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আমাদের জাতীয় দলে খেলে দেশের জন্য এলাকার জন্য সুনাম বয়ে আনতে পারে।’

অপরদিকে একই অনুষ্ঠানে তারাগঞ্জের সন্তান প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন মাশরাফির প্রশংসা করে বলেন, ‘পৃথিবীর মধ্যে আপনারা দেখেছেন যারা বড় বড় ক্রিকেটার তারা সবাই বড়লোক। অথচ বিশ্বের নামকরা খেলোয়াড় মাশরাফি, বাংলাদেশের সফল অধিনায়ক কিন্তু তিনি বড়লোক নন। মাশরাফি এতটাই অসাধারণ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মাশরাফি যত টাকা ইনকাম করেছেন তিনি সব টাকা এলাকার গরিব-দুঃখী মানুষের মাঝে বিলি করেছেন। তাই প্রধানমন্ত্রী নড়াইল থেকে তাকে মনোনয়ন দিয়েছেন। নড়াইলবাসী দলমত নির্বিশেষে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে।’

প্রসঙ্গত, শুক্রবার জুম্মার নামাজের সময় নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে মুসল্লিদের ওপর এক উগ্রপন্থী হামলা চালায়।  ওই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৪৯ জনের মৃত্যু হয়েছে। অনেকেই আহত হয়েছেন।

সারাবাংলা/এমএমএইচ/একে/এমএইচ

নিউজিল্যান্ড মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর