Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে ফিরে ফের অনশনে


১৫ মার্চ ২০১৯ ২০:২৩

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশনকারী তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে আবার অনশনে বসেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা স্যালাইনসহ হাসপাতাল থেকে অনশনস্থলে ফিরে আসেন।

গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কারচুপি-নানা অনিয়মের অভিযোগ তুলে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অনশন শুরু করেন। পরে তাদের সঙ্গে আরও তিন শিক্ষার্থী যোগ দেন। অনশনের চতুর্থ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তাদের সঙ্গে দেখা করেননি।

অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়া তিন শিক্ষার্থী হলেন মীম আরাফাত মানব, আল মাহমুদ তাহা ও শোয়েব মাহমুদ । এ সময়ও চারজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশন চালিয়ে যাচ্ছিলেন।

অনশনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী রাফিয়া তামান্না সারাবাংলাকে বলেন, ‘অনশন চলছে। তিনজন অসুস্থ্ হয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিল। সন্ধ্যায় তারা স্যালাইনসহ ফিরে এসেছে। আমাদের অনশন চলবে।’

অনশনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সবার অধিকার রয়েছে আন্দোলন করার। আমরা তাদের সমর্থন দিচ্ছি, অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমরা চাই তারা আলোচনার আহ্বান জানাক।’

তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রশাসন তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/কেকে/একে

অনশন ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর