Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে গোলাগুলির ভিডিও প্রকাশ না করতে ব্রিটিশ সরকারের নির্দেশ


১৫ মার্চ ২০১৯ ১৯:০৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

নিউজিল্যান্ডের মসজিদে বন্দুক হামলার ঘটনা ক্যামেরাবন্দি করে নিজেই সরাসরি সম্প্রচার করে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট (২৮)। সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব ভিডিও সরিয়ে ফেলার চেষ্টা করছে ওয়েবসাইটগুলো। তবে বিভিন্ন দেশের প্রথম সারির পত্রিকাগুলোও ফলাও করে প্রচার করছে সন্ত্রাসী হামলার এই ভিডিও। ‘ঘৃণা বা বিদ্বেষ’ ছড়াতে পারে এই আশঙ্কায় ব্রিটিশ সরকার দেশটির ডেইলি মেইল অনলাইন, সান ও মিররসহ পত্রিকাগুলোকে নির্দেশ দিয়েছে হামলার ভিডিও সরিয়ে ফেলার জন্য। খবর দ্য ইনডিপেন্ডেন্টের।

বিজ্ঞাপন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র বলেন, সরকার ওই হামলার ভিডিও ও প্রোপাগান্ডা সম্পর্কিত তথ্য সরিয়ে ফেলতে গণমাধ্যম ও প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের উগ্রপন্থী ভাবধারা প্রচার হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) দুপুরের দিকে জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কের মসজিদ আল নূর ও শহরতলী লিনউডের মসজিদে হামলা চালায় একাধিক বন্দুকধারী। আল নূর মসজিদে প্রায় তিন শ মুসল্লি নামাজ পড়তে সমেবত হয়েছিল। উভয় হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জনের।

ব্রেন্টনের ধারণকৃত ভিডিওটি সাধারণ মানুষদের দেখতে নিষেধ করেছেন মনোবিদরা।

সারাবাংলা/এনএইচ

ক্রাইস্টচার্চ সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর