Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ এখন বিস্ময়ের নাম: পাটমন্ত্রী


১৫ মার্চ ২০১৯ ১৮:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবেই, কেউ আমাদের আটকাতে পারবে না। বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।’

শুক্রবার (১৫ মার্চ) বি‌কে‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দ‌ক্ষিণপাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন। স্কুলটির ১০০ বছর পূ‌র্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘নব্বই দশকের তুলনামূলক অচেনা বাংলাদেশ এখন বিশ্বব্যাপী এক বিস্ময়ের নাম। সম্ভাবনার দিগন্তে পতপত করে উড়ছে পতাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাধানে দেশের উন্নয়ন প্রকল্প একের পর এক পেখম মেলে দাঁড়িয়ে যাচ্ছে।’

বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনা দে‌শের প্রধানমন্ত্রীর দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন ব‌লেই দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সফলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই সরকারের উন্নয়ন সম্পর্কে আমাদের জনগণকে জানাতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে জনসাধারণের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের সঙ্গে তাল মিলিয়ে সব ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের যোগ্যতার জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের ছোট্ট এই দেশকে পৃথিবীর বুকে বারবার করেছে সম্মানিত। সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের হাতে হাত রেখে কাজ করে যেতে হবে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষাব্যবস্থায় নজিরবিহীন সাফল্য এনেছে। বছরের প্রথম দিনে সকল প্রাইমারি, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ সারাবিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। সরকার দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে। পিএসসি ও জেএসসি পরীক্ষা পদ্ধতি প্রণয়নের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। ২৪ হাজার স্কুল-কলেজ-মাদ্রাসায় ল্যাপটপ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে দেওয়া হয়েছে। সব শিক্ষাস্তরে তথ্যপ্রযুক্তিকে আলাদা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল গঠন করে স্নাতক পর্যন্ত উপবৃত্তির আওতায় আনা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এসেছে পরিবর্তন।’

গোলাকান্দাইল ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মঞ্জুর হো‌সেন ভুঁইয়ার সভাপ‌তি‌ত্বে ও রূপগঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়ার সঞ্চালনায় অনু‌ষ্ঠিত অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুর র‌হিম, উপ‌জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম, গোলাক মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক আলী আকবর, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, উপ‌জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপ‌জেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা।

বিজ্ঞাপন

এছাড়া গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি তপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন প‌রিষ‌দের সদস্য না‌সির উদ্দিন ও জামাল উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ, গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়া, প্রধান শিক্ষক উম্মে কুলসুমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর