বিএনপির ভুলের কারণে খালেদা জিয়াকে জেলে থাকতে হচ্ছে: নাসিম
১৫ মার্চ ২০১৯ ১৪:২৫ | আপডেট: ১৫ মার্চ ২০১৯ ১৪:৪৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপির নিজেদের ভুলের কারণেই দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে থাকতে হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী ঘাতকদের আশ্রয় দিয়েছে। বিএনপির রেখে যাওয়া পাপকে জনগণ ভুলতে পারেনি। এ কারণে আজ এমন বিএনপির এ ভরাডুবি। তাদের এই ভুলের কারণেই তাদের নেতাকে (খালেদা জিয়া) কারাগারে থাকতে হচ্ছে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেখানো পথে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের উন্নয়নের তথ্যচিত্র সমৃদ্ধ বই প্রকাশ পূর্বপ্রস্তুতি সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা তুলে ধরে নাসিম বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের সর্বক্ষেত্রে এ উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ সরকার বাংলাদেশ থেকে জঙ্গিদের সম্পূর্ণ মুক্ত করতে সম্ভব হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। বারবার তিনি এ বাংলায় ক্ষমতায় আসুক, সেটাই প্রত্যাশা করি।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে নাসিম বলেন, ‘এত বড় উন্নত দেশ হয়ে জঙ্গিকে পুরোপুরি দমন করতে পারেনি। এই হামলায় বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষতি হতে পারত। কিন্তু আল্লাহ তাদের হেফাজত করেছেন।’ এ হামলার তীব্র প্রতিবাদ জানান তিনি।
গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গ টেনে নাসিম বলেন, গ্যাসের দাম যেন বেশি না বাড়ে, সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। তাদের আমরা বলব, দাম যদি বাড়াতেই হয়, তাহলে সহনশীল মাত্রায় বাড়ান।
বইয়েরর লেখক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দিলীপ রায়, তোফায়েল হোসেনসহ অন্যরা।
সারাবাংলা/এআই/টিআর