নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু
১৫ মার্চ ২০১৯ ০৪:১৯ | আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০৫:১৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় চাকদা (সিএসআরএম) স্টিল মিলে বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত দেলোয়ার পটুয়াখালী জেলার নন্দিপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
মিলের সুপারভাইজার মামুন মিয়া জানান, রাতে মিলের ভেতরে ভাঙাড়ির মালপত্র গলানোর কড়াইতে (বাট্টি) দেলোয়ারসহ বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় বাট্টিতে অতিরিক্ত মাল লোড করায় বিস্ফোরণ ঘটে। এতে বাট্টি থেকে গরম কিছু একটা ছুটে এসে দেলোয়ারের গলায় লাগলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় সহকর্মীরা দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।
সারাবাংলা/এমএইচ