Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন চান তথ্যমন্ত্রী


১৪ মার্চ ২০১৯ ২১:৩২

।। চবি করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: কিছু ত্রুটিবিচ্যুতি স্বত্বেও ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ডাকসু নির্বাচনের ধারাবাহিকতায় চাকসু নির্বাচনও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রসায়ন বিভাগের দুই দিনের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘সম্প্রতি ডাকসু নির্বাচন হয়েছে। সেখানে কিছু ত্রুটি,বিচ্যুতি দেখা দিয়েছিল। তবে ২৮ বছর পর যে ডাকসু নির্বাচন হয়েছে, এটি একটি ইতিবাচক দিক। সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছিল বলেই, যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের পক্ষে জয়লাভ করা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদের বিকল্প নেই। এর ধারাবাহিকতায় চাকসু নির্বাচন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে স্বপ্নের মানুষ হতে হবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের বিকাশ হয় গবেষণা ও প্রকাশনার মাধ্যমে। রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার ওপর আরো জোর দিতে হবে। আমাদের দেশে লোক প্রশাসন, আইন, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের পড়ার আগ্রহ বেশি। সহজে বিজ্ঞানের ছাত্র হতে চায় না। কিন্তু বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ওপর জোর দিতে হবে।’

‘গবেষণার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতাই যেতে পারে। বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী পড়ছে, সেটি নিয়ে রেটিং হয় না। রেটিং হয় গবেষণা ও পাঠদানের মাধ্যমে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেটিং অনেক ভালো। এটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হলে গবেষণার ওপর জোর দিতে হবে’ বলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান অনুষদের সামনে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। সুবর্ণজয়ন্তী উৎসব চলবে শুক্রবার (১৫ মার্চ) পর্যন্ত।

সারাবাংলা/সিসি/একে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর