Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাদকাসক্ত’ ছেলের মরদেহ উদ্ধার, মা-বাবা পলাতক


১৪ মার্চ ২০১৯ ১৮:২৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বাবা-মায়ের বিরুদ্ধে নিজের ছেলেকে হত্যার পর ঘরের মেঝে খুঁড়ে সেখানে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ভালুকার পুরাহাটি গ্রাম থেকে জসিম উদ্দিন (২৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহত জসিম উদ্দিন ঐ গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন। প্রতিবেশিরা জানিয়েছেন, মাদকাসক্ত জসিম তার মা-বাবাকে নেশার টাকার জন্য প্রায়ই অত্যাচার করত। তারই জের ধরে বুধবার (১৩ মার্চ) রাতে মা-বাবার সঙ্গে ঝগড়া হয়। এরপর থেকে জসিম ও তার বাবা মা’র কোন খোঁজ ছিল না। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ওসি জানান, ধারণা করা হচ্ছে মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে মা-বাবা তাকে মেরে ঘরের মেঝেতে পুঁতে রেখে পালিয়ৈ যান। জসিমের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

ঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার মাদকাসক্ত

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর