Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্টমার্টিনে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার


১৪ মার্চ ২০১৯ ১৬:৪০ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৬:৪১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে ‘পাচারকারীদের ধাওয়া’ দিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উপকূলবর্তী গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার রায়হান তারিক। তিনি বলেন, ‘পাচারকারীরা ইয়াবার একটি চালান সাগরের পানিতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

লেফটেন্যান্ট কমান্ডার তারিক আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালে টেকনাফের সেন্টমার্টিন উপকূলবর্তী গভীর সাগরে মিয়ানমারের দিক থেকে আসা একটি ট্রলার জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় কোস্টগার্ডের একটি টহলদলের সদস্যরা সন্দেহজনক ট্রলারটি দেখতে পেয়ে থামার জন্য সংকেত দেয়।’

‘তবে ট্রলারটিতে থাকা লোকজন না থেমে দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরাও পিছু পিছু ধাওয়া দিলে ট্রলারটিতে লোকজন পলিথিন মোড়ানো মাঝারি আকারের একটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।’

কোস্টগার্ডের এ কমান্ডার জানান, সাগরের পানিতে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটির ভেতর ৪ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’

সারাবাংলা/হিরু/এমআই

ইয়াবা সেন্টমার্টিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর