Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু


১৪ মার্চ ২০১৯ ১৫:২৪ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৫:৩৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার নুরুল আবছারের ছেলে আরিফ হোসেন (২০), ইছাখালী ইউনিয়নের পুর্ব ইছাখালী এলাকার মুসলিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২), মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের শাহ আলমের ছেলে মেহেদী হাসান (২৮)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার জোরারগঞ্জ থানার ওছমানপুর ইউনিয়নের লোহারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান সারাবাংলাকে বলেন, জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট এলাকা থেকে বারইয়ারহাটের দিকে মোটরসাইকেলে আসছিল তিন যুবক। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর সাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে।

নিহত তিনজনের মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেহ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/ এনএইচ

চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর