Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে পায়ের রগ কেটে-পিটিয়ে হত্যা


১৪ মার্চ ২০১৯ ১৫:১১ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৮:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল মিয়া (২৭) নামে এক ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল টাওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শহিদুল হক জানান, বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত ছাত্রলীগ নেতা সোহেলকে তুলে নিয়ে যায়। এরপর তার দুই পায়ের রগ কেটে দেয় এবং পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

পরে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে খবর পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় টাওড়া এলাকায় থেকে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থান অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়ার পথেই সোহেল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে বলেও জানান শহিদুল হক।

নিহত সোহেলের বাবা নুরুল ইসলামের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তার ছেলের পায়ের রগ কেটে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সারাবাংলা/এসএমএন

ছাত্রলীগ নেতাকে হত্যা রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর