ডাকসু নির্বাচনে সৌহার্দের দৃষ্টান্ত স্থাপন হয়েছে: শিক্ষামন্ত্রী
১৩ মার্চ ২০১৯ ১৮:৪০ | আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১৮:৪২
।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
আশুলিয়া: জয়-পরাজয় ভুলে ডাকসুতে শিক্ষার্থীরা সৌহার্দের অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশাপাশি গণতন্ত্রের মূল্যবোধের চর্চা তারা করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
বুধবার (১৩ মার্চ) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮ম সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আইন মেনে চলার তাগিদ শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী বলেন, ২৮ বছর পরে হলেও ডাকসু নির্বাচন হওয়ায় আমরা আনন্দিত। আর ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্রের চর্চা দেখতে পাব। এমন কার্যক্রমের মাধ্যমে স্কুল বয়স থেকেই শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের মূল্যবোধ জাগিয়ে তুলতে চাই।
দীপু মনি বলেন, ডাকসু নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: শিক্ষার মূল লক্ষ্যের চেয়ে বড় হয়ে উঠছে ব্যবসা: শিক্ষামন্ত্রী
সমাবর্তনে ৫ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। এছাড়া ১৭ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক দেওয়া হয়। সমাবর্তনে দেশি-বিদেশি কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
সমাবর্তনে এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, থাইল্যান্ডের সিয়াম ইউনিভর্সিটির প্রেসিডেন্ট ড.পর্নচাই মঙ্গখোনভানিত, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ