#মিটু নিয়ে ছবি বানিয়ে বিপাকে প্রযোজক
১৩ মার্চ ২০১৯ ১২:৩০ | আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১৪:০৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
হ্যাশট্যাগ মিটু বিতর্ককে উপজীব্য করে #মিটু নামে ছবি বানিয়ে বিপাকেই পড়েছেন এক ভারতীয় প্রযোজক। তাকে দ্বারস্থ হতে হলো আদালতের। সাজিদ ইকবাল কুরেশি নামের সেই প্রযোজক দিল্লি হাইকোর্টে এক আবেদনে জানিয়েছেন, তাকে ছবির নাম বদলাতে বলা হয়েছে। পাশাপাশি বাদ দিতে বলা হয়েছে ছবির বেশ কিছু দৃশ্যও। বিষয়টি জানার পর আদালত এ নিয়ে কেন্দ্র এবং সেন্সর বোর্ডের অবস্থান জানতে চেয়েছেন।
আরও পড়ুন : মীরা: নতুন নৃত্যনাট্যে নৃত্যাঞ্চল
প্রযোজক কুরেশি তার আবেদনে জানিয়েছেন, তাকে কিছু বলার কোনও সুযোগই দেওয়া হয়নি। কুরেশির দাবি, গত বছর ১২ নভেম্বর সেন্সর বোর্ড তাকে বলেছিল, ছবির কিছু দৃশ্য বাদ দিয়ে ‘প্রাপ্তবয়স্কদের ছবি’ হিসেবে ছবিটি দেখাতে হবে। পাশাপাশি ছবির নামও পাল্টাতে বলেছিল বোর্ড। আদালতে আবেদনে কুরেশি বলেন, ‘ছবিটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। হঠাৎ করে দৃশ্য কাটছাঁট করা হলে গল্পটাই নষ্ট হয়ে যাবে।’
#মিটু ছবির মূল গল্প একটি মেয়ের অপহরণ ঘিরে। সেখানে স্বাভাবিকভাবেই যৌন অপরাধের প্রসঙ্গ আছে। আদালত তাই তথ্য মন্ত্রনালয় আর সেন্সর বোর্ডকে বলেছেন, তারা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রযোজককেও বলার সুযোগ দিক।
৩ মে এই মামলার পরবর্তী শুনানি।
বিদেশি পত্রিকা অবলম্বনে
সারাবাংলা/পিএম
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ