Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের সব সেবা


১৩ মার্চ ২০১৯ ১০:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকে পাঁচদিনের জন্য বন্ধ থাকবে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের সেবা।

এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া ব্যাংকটির গ্রাহকদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে বার্তাটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি ও এসএমএসে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেড প্রক্রিয়ার জন্য আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের সব শাখা, এটিএম বুথ, পিওএস ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।

এ বিষয়ে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ (জনসংযোগ) ছগির আহমেদ, সারাবাংলাকে বলেন, গ্রাহকদের আরও উন্নত সেবা দিকে ব্যাংকের সফটওয়্যার আপগ্রেড করার কাজ চলবে। ফলে মোট পাঁচদিন ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এরইমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং গ্রাহকদের এসএমসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ব্যাংকটির পক্ষ থেকে দুঃখও প্রকাশ করেন ছগির আহমেদ।

সারাবাংলা/জিএস/এসএমএন

এটিএম বুথ ডাচ-বাংলা ব্যাংক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর