Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয়বারের মত প্রত্যাখ্যাত টেরিজা মে’র ব্রেক্সিট চুক্তি


১৩ মার্চ ২০১৯ ০২:৪৮ | আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১২:০৭

।। সারাবাংলা ডেস্ক।।

দ্বিতীয় দফায় বিশাল ব্যবধানে হেরে গেছে টেরিজা মে’র ব্রেক্সিট পরিকল্পনার চুক্তি। ইউরোপীয় ইউনিয়নের সাথে দীর্ঘ দেন-দরবার করে জোট থেকে বেরিয়ে যেতে দ্বিতীয়বারের মতো খসড়া চুক্তির প্রতি সমর্থন আদায়ে সংসদে পেশ করেছিলেন তিনি। কিন্তু তা ৩৯১-২৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। খবর বার্তা সংস্থা বিবিসির।

মঙ্গলবার (১২ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ৩৯১-২৪২ ভোটে আইন প্রণেতারা তার পরিকল্পনা প্রত্যাখান করেন। সর্বশেষ গত ১৬ জানুয়ারি পার্লামেন্টের ভোটাভুটিতে বাতিল হয়ে যায় টেরিজা মে’র ব্রেক্সিট পরিকল্পনা। দ্বিতীয় দফায় পরিকল্পনা বাতিলে হওয়ার পর টেরিজা মে বলেছেন, আগামী ২৯ মার্চ কোনও চুক্তি ছাড়াই যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাবে কি না তা নিয়ে ভোট দেবেন আইন প্রণেতারা আর তা ব্যর্থ হলে ব্রেক্সিট বিলম্বিত হবে কিনা তা নিয়ে ভোট দেবেন। আগামী বুধ ও বৃহস্পতিবার এসব প্রশ্নে ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসতে (ব্রেক্সিট) আর মাত্র দুই সপ্তাহ বাকি। এক গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। দিনটিকে সামনে রেখে পার্লামেন্টে নিজের প্রস্তাব করা সংশোধিত ব্রেক্সিট পরিকল্পনা পাস করাতে মরিয়া হয়ে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। বিচ্ছিন্ন হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে তা নিয়ে গত নভেম্বরে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিলেন টেরিজা। সে ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন করানোর বাধ্যবাধকতা থাকলেও তা প্রত্যাখ্যাত হয়। পরে ব্রিটিশ এমপিরা টেরিজা মে’কে ইইউ’র সঙ্গে নতুন করে আলোচনার সুযোগ দেন।

বিজ্ঞাপন

সোমবার (১১ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনার পর টেরিজা দাবি করেন, পরিকল্পনায় ‘আইনগতভাবে বাধ্যতামূলক’ পরিবর্তন আনতে সমর্থ হয়েছেন তিনি। মঙ্গলবার হাউস অব কমন্সে টেরিজার সেই সংশোধিত পরিকল্পনাটিও ভোটাভুটিতে বাতিল করে দেন আইন প্রণেতারা।

সারাবাংলা/জেএএম

থেরেসা মে

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর