Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার


১২ মার্চ ২০১৯ ২২:৩২

সংগৃহীত ও প্রতীকী ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরিশাল: জেলার আগৈলঝড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে পারভীন আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আগৈলঝড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার ( ১২ মার্চ ) সকালে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত পারভীন আক্তার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে আগৈলঝড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের হাকিম শাহার কন্যা।

মো. আফজাল হোসেন জানান, প্রেম ঘটিত কারণে সোমবার (১১ মার্চ) ঘুমের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে পারভীন। স্বজনরা প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথেই পারভীন মারা যায়। খবর পেয়েই মৃত পারভীনের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার কথা জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসবি

কলেজ ছাত্রী বরিশাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর