Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতা টিপুর ২০ তম মৃত্যুবার্ষিকী বুধবার


১২ মার্চ ২০১৯ ২০:৩০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের (আগের গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট, ঢাকা) সাবেক ভিপি সাঈদ আহমেদ টিপুর ২০তম মৃত্যুবার্ষিকী বুধবার ( ১৩ মার্চ )। এ উপলক্ষে শহীদ টিপুর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (১২ মার্চ) শহীদ টিপুর বাল্যবন্ধু শহীদুজ্জামান জোয়ারদার নাভিদ জানান, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য সাদেক খান প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আহমেদ ইকবাল হাসান মোহাম্মদপুর এলাকার শহীদ সালিমুল্লাহ রোড খেলার মাঠে সকাল সাড়ে ৯টায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন।

শহীদ টিপু পরিবারের সদস্যরাও পারিবারিকভাবে তার বিদেহী আত্মার শান্তি কামনায় পবিত্র কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করবেন তাদের মোহাহাম্মদপুরের বাসায়। এছাড়া এতিম শিশুদের মধ্যে নতুন কাপড় এবং খাদ্য বিতরণ করা হবে।

শহীদ সাঈদ আহমেদ টিপু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৩ মার্চ রাজধানীর খিলক্ষেত এলাকায় হত্যা করা হয় টিপুকে। স্বাধীনতা উত্তর নিষিদ্ধ ঘোষিত ফ্রিডম পার্টির ইমন বাহিনী ও তাদের মিত্র শক্তি বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা তাকে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ইমন বাহিনীর নেতা ইমন পালিয়ে যায়। পরে তাকে ভারতে গ্রেফতার করা হয়। এখন সে কারাগারে রয়েছে। টিপু হত্যার মামলাটি এখনও আদালতে বিচারাধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসবি

মৃত্যুবার্ষিকী সেনাবাহিনীর প্রধান